দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত আনার পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটি জানিয়েছে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র।

সতর্কতা কেন্দ্র জানাচ্ছে, পুয়ের্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আটলান্টিক স্ট্যান্ডার্ড সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই সতর্কতা জারি করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হন্ডুরাসের বারা পাতুকা শহর থেকে ১২৫ কিলোমিটার উত্তর-পূর্বে এটি আঘাত আনে।

ভূমিকম্পটি উৎপত্তিলস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল গভীরে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৮)