দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। আর হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রায় ১৬৩ জন। খবর- বিবিসির।

বিবিসি জানায়, অন্তত ২০ জন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজনের অবস্থা গুরুতর। এখনও রোমারো ক্যানিয়নে আটকা পড়ে আছে ৩০০ মানুষ।

পুলিশ জানায়, ‘জায়গাটি এখন বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ এর মতো দেখাচ্ছে।’

জরুরি বিভাগ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে আসছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে।

ভূমিধসের পর রাস্তায় কাদাজলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে। কদিন আগেও ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৮)