দ্য রিপোর্ট ডেস্ক : কলম্বিয়ান ফুটবলার জেরি মিনাকে দলে টানল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির রক্ষণভাগ সামলাবেন এতদিন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা এই ডিফেন্ডার।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পালমেইরাস থেকে ১ কোটি ১৮ লাখ ইউরোতে আসা মিনা সাড়ে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন। মিনা ইউরোপে ফুটবলার হিসেবে উন্নতির লক্ষ্যে বার্সেলোনায় এসেছেন।

সংবাদ মাধ্যমে গুঞ্জন, চলতি জানুয়ারিতে কাম্প নউ ছেড়ে চাইনিজ সুপার লিগের ক্লাব হেবেই ফরচুনে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার জাভিয়ের মাসচেরানো। বার্সেলোনা ছাড়তে পারেন সামুয়েল উমতিতিও। ফরাসি এই সেন্টার-ব্যাকের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগ আছে বলে গুঞ্জন আছে।

২৩ বছর বয়সী মিনা যোগ দেওয়ায় তাই মাসচেরানো ও উমতিতি চলে যাওয়ার শূন্যতা অনেকটাই পূরণ করা সম্ভব হবে বলে বিশ্বাস বার্সা শিবিরে।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ১১, ২০১৮)