দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি।

রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই কার্যক্রম শুরু হয়।

বিএনপির এই মনোনয়নপত্র ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগ্রহী প্রার্থীদের সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হবে।

রবিবার দিনের শুরুতেই বেলা ১১টার দিকে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মেয়র পদে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন।

এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার হাতে মনোনয়নের আবেদনপত্র তুলে দেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৮)