দ্য রিপোর্ট ডেস্ক: সঙ্গীত জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্র‌্যামী অ্যাওয়ার্ড।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে নিউইয়র্কে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ৬০তম গ্র‌্যামী অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। খবর- এনডিটিভির।

লেডি গাগা, মাইলি সাইরাস, এড শিরান সহ তারকারা রেড কার্পেটে হেটে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। জমকালো অনুষ্ঠানের পর একে একে ঘোষণা করা হয় বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের নাম।

এবার সেরা একক পপ গায়িকা- এড শিরান, সেরা পপ অ্যালবাম- এড শিরানের ডিভাইড, সেরা নবাগত গায়িকা- এলশিয়া কারা, বছরের সেরা গানঃ ব্রুনো মার্স এর দ্যাট’স হোয়াট আই লাইক, সেরা ডুয়েট পপ- ফিল ইট স্টিল গানের জন্য পর্তুগালের ব্যান্ড ‘দ্যা ম্যান’, সেরা নাচের দৃশ্যায়নের জন্য- এলসিডি সাউন্ড সিস্টেম,টোনাইট, সেরা নাচ- ক্র্যাফটরিক,৩ডি দ্যা ক্যাটালগ, সেরা মিউজিক ভিডিও- কেন্ড্রিক ল্যামারের ‘হাম্বল’, সেরা মিউজিক ফিল্ম- দ্যা ডিফিয়্যান্ট ওয়ান্স, সেরা র‌্যাপ- লয়ালিটি গানের জন্য ক্যান্ড্রিক ল্যামার, সেরা কন্টেম্পোরারী মিউজিক অ্যালবাম- জেফ লরবার ফিউশনের ‘প্রোটোটাইপ’, সেরা রক গায়ক- লিউনার্দো চহেন,ইউ ওয়ান্ট ইট ডার্কার গানের জন্য, সেরা বাদক- মাস্তোদোন,সুলতান’স কার্স, সেরা রক গান- রান অ্যালবামের ফু ফাইটার্স, সেরা রক অ্যালবাম- দ্যা ওয়ার অন ড্রাগস, এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৯, ২০১৮)