দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা টেস্টের তৃতীয় দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) ৮ উইকেটের বিনিময়ে ২০০ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। তবে প্রথম ৪৫ মিনিটে লঙ্কানদের কোন উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। টাইগারদের হতাশ করে লিড বাড়িয়ে নিচ্ছিল দলটি।

তবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জোড়া আঘাতে ৭৩.৫ ওভারে ২২৬ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে এখন তাদের ৩৩৮ রানের বড় লিড। জয়ের জন্য টাইগারদের মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে হবে। হাতে আছে প্রায় দুই দিন।

তৃতীয় দিনে প্রথমবার বোলিং পরিবর্তন করেই সফলতা পেয়েছে বাংলাদেশ। আক্রমণে এসেই সুরঙ্গা লাকমালকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন ২১ রান করা লাকমা। ৭০ রানে অপরাজিত ছিলেন রোশেন সিলভা।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)