দ্য রিপোর্ট ডেস্ক : হংকংয়ে একটি ডাবল-ডেকার বাস উল্টে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০ জন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) নতুন অঞ্চল (নিউ টেরিটরিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর- বিবিসির।

খবরে বলা হয়েছে, একটি ঘোড় দৌড় থেকে দর্শক ও কর্মীদের নিয়ে আসছিল বাসটি। কিন্তু নতুন অঞ্চলে এসে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। যদিও প্রথম দিকে ১৯ জন নিহতের কথা বলা হয়। আর আহত হয় প্রায় ৫০ জন। এদের অনেককেই ফায়ার কর্মীরা বাস কেটে বের করেছেন।

কেউ কেউ বলেছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। পুলিশ চালককে আটক করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

পুলিশের মুখপাত্র লী চি ওয়াই বলেছেন, চালক এখন বন্দি রয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, হংকংয়ের গণপরিবহন সাধারণত নিরাপদ। বড় ধরনের কোনো দুর্ঘটনা খুবই বিরল। এর আগে সর্বশেষ ২০০৩ সালে একটি ডাবল-ডেকার বাস একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ২১ জনের প্রাণহানি ঘটে। পরে লরি চালকের সাত মাসের কারাদণ্ড হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১১, ২০১৮)