দ্য রিপোর্ট ডেস্ক : বলিভিয়ার অরুরো শহরের বিখ্যাত কার্নিভাল উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় কার্নিভালের চলাকালে ভাসমান এক দোকানির ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর- বিবিসির।

এ ঘটনায় আরও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহত অনেককে আকাশপথে ২৫০ কিলোমিটার দক্ষিণে বিলিভিয়ার প্রধান শহর লা পাজে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

দেশটির পুলিশ প্রধান রোমেল রানা বলেছেন, গ্যাস সিলিন্ডারটির সঙ্গে সংযুক্ত একটি রাবারের নলে গরম তেল পড়লে সেটি পুড়ে যায়, তখন গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে।

অরুরো কার্নিভালে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।

প্রতি বছর কয়েক লাখ মানুষ অরুরো কার্নিভালের উৎসবে যোগ দেয়। এই কার্নিভালকে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে জাতিসংঘ।

প্রতি বছর প্রায় ছয় হাজার নর্তকীসহ প্রায় সাড়ে চার লাখ মানুষ এই কার্নিভালে অংশ নেয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)