দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আদালতের নির্দেশনা অনুযায়ী এ অনুমতি দেওয়া হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে কারাগারে প্রবেশ ও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি মিলেছে।

কারা অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কারাবিধির আলোকে ফাতেমাকে পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত।

বর্তমানে তিনি নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমানসহ ৫ জনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। তবে তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)