দ্য রিপোর্ট ডেস্ক : জ্বালানি-বিদ্যুৎ খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি শেষ হওয়া হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

আর প্রিন্টেড ওয়ারেন্ট গতকাল ইসলামী ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে শাহজিবাজার ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০১, ২০১৮)