পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ধসে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ছয়জনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ধনীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব জালাসী এলাকার আক্কাস আলীর ছেলে লিটন (৩৫), চাঁনপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) এবং দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, বুধবার বেলা দেড়টার দিকে পঞ্চগড় ফিলিং স্টেশন নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে। এদের মধ্যে একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অপর দু’জনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৮)