নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়াণগঞ্জের সদর উপজেলায় র‍্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জিল্লু বাহিনীর প্রধানসহ দুই নৌডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‍্যাবের ২ সদস্য।

সোমবার (১২ মার্চ) ভোরে ফতুল্লার আলীরটেক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানান, ‘ভোররাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১২, ২০১৮ )