দ্য রিপোর্ট ডেস্ক: টসে হেরে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ খেলায় সোমবার টস জিতে শ্রীলংকাকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ ওভার খেলা শেষে ৩৪ রান। শারদুল ঠাকুরের বলে সুরেশ রায়নার দুর্দান্ত ক্যাচে পরিনত হওয়ার আগে ৮ বলে ১ ছক্কায় ১৭ রান করে ফেলেন লংকান ওপেনার গুনাথিলাকা।

নির্ধারিত সময়ের পর খেলা শুরু হওয়ায় ম্যাচ ১৯ ওভারে নির্ধারণ হয়।

শনিবার বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলার দিনেও একই অবস্থা হয়। সেদিনও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু সময় পর খেলা শুরু হয়।

সোমবার ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলংকা। নিদাহাস ট্রফির উদ্বোধনীতে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে যাওয়া ভারত এদিন জয়ে প্রতিশোধ নিতে মরিয়া।

বৃষ্টি থেমে গেলেই টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে বলের লড়াইয়ে অংশ নিবে এশিয়ার অন্যতম সেরা দুই দল ভারত-শ্রীলংকা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৮, ২০১৮)