দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের ৪৬ স্বজনকে নেপাল নিয়ে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। 
মঙ্গলবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিএস ২১১ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করা কথা রয়েছে।

এর আগে সোমবার প্রতিটি পরিবার থেকে একজনকে নেপালে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

একইসঙ্গে এয়ারলাইন্সটির ৭ কর্মকর্তাও একই ফ্লাইটে নেপাল যাচ্ছেন।

ইউএস বাংলা জিএম কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৪৬ জনকে নেপালে নেওয়া হয়েছে। এছাড়া নেপালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ,মরদেহ দেশে আনা, আহতদের চিকিৎসার কার্যক্রম তদারকি করবেন তারা।

প্রসঙ্গত, সোমবার চার জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। নেপালের সেনাসূত্রে জানা গেছে, ৪৯ জন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৩, ২০১৮)