দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহিনী সেতুতে ওঠার আগে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের নাম সেলিম (৩০) ও আলামিন (২৩)। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ দুই জনের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খিলগাঁও ত্রিমোহিনী থেকে যাত্রী নিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস ডেমরায় যাচ্ছিল। বাসটি ত্রিমোহিনী সেতুতে ওঠার আগে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। চালক পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৮)