দ্য রিপোর্ট ডেস্ক : ‘বাগি ২’ সিনেমার অসাধারণ সাফল্যে টাইগার শ্রফ তার বলিউড সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠেছেন- বলা শুরু করেছেন অনেকে। তবে জ্যাকি-পুত্র যে সুপারস্টার হয়ে উঠবেন, এমন ভবিষ্যদ্বাণী অনেকদিন আগেই করেছিলেন এক জ্যোতিষী।

টাইগারের এই সাফল্যের মধ্যেই গ্রিনস্টোন লোবো নামে জ্যোতিষীর ২০১৪ সালে করা ভবিষ্যদ্বাণীর বিষয়টি সামনে এসেছে।

‘হিরোপন্তি’র মুক্তির সময় লোবো ফেসবুক পোস্টে বলেন, ‘টাইগার পরবর্তী সুপারস্টার হতে চলেছেন।’ চার বছর আগেই সেই পোস্ট টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন লোবো।

জন্মের বছর অনুযায়ী ভাগ্য তারকার কথা বলতে গিয়ে দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কাপুর, রাজেশ খান্না, জিতেন্দ্র ও অমিতাভ বচ্চনের কথা উল্লেখ করেন লোবো।

এবিপি আনন্দ জানায়, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তের দিনগুলোতে বক্স অফিসে সাফল্যের নিরিখে রেকর্ড গড়েছে ‘বাগি ২’।
মুক্তির প্রথম দিনেই ভারতের বক্সঅফিসে ২৫.১০ কোটি রুপি ব্যবসা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম সপ্তাহান্তে রোজগার ৭৩ কোটি রুপির বেশি। সপ্তাহ শেষে ১০০ কোটি রুপির অঙ্ক ছুঁয়ে ফেলেছে।

আর এই সাফল্যের নিরিখে টাইগার তার সমসাময়িক বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন। এদের মধ্যে আছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও অর্জুন কাপুর।

রণবীর সিং ও রণবীর কাপুর কিছুটা অভিজ্ঞ হলেও তাদেরকে নয়া প্রজন্মের সফল অভিনেতাদের তালিকায় রাখা যায়।

মুক্তির প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যের নিরিখে ওই তারকাদের পেছনে ফেলেছেন টাইগার।

রণবীর সিং-এর ‘পদ্মাবতী’র প্রথমদিনের সংগ্রহ ছিল ১৯ কোটি রুপি। রণবীর কাপুরের ‘বেশরম’ সিনেমার সংগ্রহ ছিল ২১ কোটি। বরুণের ‘জুড়ুয়া ২’-এর ১৬.১০ কোটি এবং অর্জুনের ‘গুণ্ডে’র ১৬.১২ কোটি ও সিদ্ধার্থর ‘এক থা ভিলেন’-এর ছিল ১৬.৭২ কোটি রুপি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)