শাবিপ্র প্রতিনিধি : রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কোটা সংস্কার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, অনির্দিষ্টকালের জন্য তাঁরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)