দ্য রিপোর্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে আসাদ সরকারের কঠোর মিত্র হিসেবে পরিচিত ইরান সিরিয়ায় ‘ত্রিপাক্ষিক আগ্রাসনের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। হেজবুল্লাহ’র আল-মানার টেলিভিশনের খবরে ‘আঞ্চলিক পরিণতির’ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। খবর- বিবিসির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে কোনো প্রমাণ নেই। তারা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার তদন্তের অপেক্ষা না করেই এই সামরিক হামলা চালিয়েছে। তারা আঞ্চলিক পরিণত জন্য দায়ী থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে শত শত সেনা মোতায়েন করেছে ইরান। এমনকি তারা শত শত ডলারও ব্যয় করেছে।

সিরিয়ায় হাজার হাজার শিয়া মুসলিম মিলিশিয়াদের সশস্ত্রকরণ, প্রশিক্ষণ ও অর্থায়ন করেছে ইরান। তাদের অধিকাংশই আবার লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর সদস্য। তবে ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনের যোদ্ধারাও আসাদ বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৪, ২০১৮)