চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিন নিরাপত্তারক্ষীকে কুপিয়ে জখম করেছে।

শনিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জংশনের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

রবিবার (১৫ এপ্রিল) সকালে দর্শনা রেলওয়ে থানার নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন হাবিলদার আবদুর রাজ্জাক (৫০), নায়েক সনজিত কুমার বিশ্বাস (৩৫) এবং আনসার সদস্য হাফিজুর রহমান (৩৪)।

তাদের মধ্যে আবদুর রাজ্জাক ও হাফিজুর রহমানকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (ঢাকা পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। আর সনজিত কুমারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রধান পরিদর্শক শাহ আলম বলেন, শনিবার দুপুর ১টার দিকে রেলওয়ে স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহি আবদুর রাজ্জাকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পরে তিনি দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন। হয়তো এ ঘটনার জের ধরেই রাতে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের একটি দুর্বৃত্ত দল তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা পরিদর্শনে দর্শনায় আসছেন বলেও জানান পরিদর্শক শাহ আলম।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৫, ২০১৮)