দ্য রিপোর্ট ডেস্ক : বৈশাখের বিশেষ গান ‘সোহাগ চাঁদ’। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর (কলকাতা) ও সীমা খান (বাংলাদেশ)।

শনিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ইউটিউবের আরটিভি মিউজিক চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটির ভিডিও।

ইউটিউবে প্রকাশের পর রবিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত গানটি দেখা হয়েছে ১১ হাজার ৮২১ বার। এছাড়া চোখে পড়েছে বেশ কিছু মন্তব্য। যেখানে নির্মাতা, অভিনয় শিল্পী ও কণ্ঠ শিল্পীকে ভীষণ প্রশংসা করেছেন দর্শকরা।

গানটিতে মডেল হয়েছেন তরুণ প্রজন্মের মডেল, অভিনেতা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নুর হোসেন হীরা বলেন, বৈশাখ আমাদের প্রাণের উৎসব। আর পয়লা বৈশাখকে কেন্দ্র করে নানা রঙে নানা ঢঙে সেজে ওঠে চারপাশ। আমরা একটি উৎসবমুখর ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। গানটিতে পারফর্ম করেছেন তানভীর ও নীলাঞ্জনা নীলা। তারা দুজনেই ভীষণ ভালো করেছে। দর্শকদেরও ভিডিওটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সোহাগ চাঁদ’ মিউজিক ভিডিওটির উপদেষ্টা সৈয়দ আশিক রহমান।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৫, ২০১৮)