দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি বাড়ির নয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ২১টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকার।

সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ঝন্টুপাড়া গ্রামের মোজাম উদ্দিন ও বছির আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু গণমাধ্যমকে জানান, রাতে মোজাম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। মুহুর্তের মধ্যে তা পাশের বছিরের বাড়িতেও ছড়িয়ে যায়। খবর পেয়ে নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুই বাড়ির নয়টি ঘরের সব আসবাবপত্র পুড়ে যায় এবং ২১টি গবাদিপশুর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল ইসলাম।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৭, ২০১৮)