দ্য রিপোর্ট ডেস্ক : টিসিবির পণ্য বিক্রি, ফাইল ছবিপবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। এই কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করবে। খবর- বাসসের।

টিসিবি'র পরিচালক রুহুল আমিন খান জানান, এই কর্মসূচি ৬ মে থেকে শুরু হবে এবং এটি ঈদুল ফিতর পর্যন্ত চলবে। সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন।

এছাড়াও সারাদেশে ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে কার্যক্রম চালানো হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং বাকি সাতটি বিভাগীয় শহরগুলোয়।

ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি এবং প্রত্যেকটি জেলা শহরে দু’টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)