দ্য রিপোর্ট ডেস্ক : ডাক্তারি পরীক্ষার আগে ইনজুরিমুক্ত হওয়া নিয়ে নেইমার নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু পরীক্ষার পর ভালো খবরই শুনেছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপার স্টার।

এতদিন পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়া নেইমার রবিবার (১৩ মে) থেকে নামবেন উইথবল অনুশীলনে। পিএসজি তাদের নিজস্ব ওয়েবসাইটে এ বিবৃতি দিয়েছে।

ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন নেইমার। তার ডান পায়ের ফিফথ মেটাটারসালে অস্ত্রোপচার করিয়ে তিনি নিজেকে পুনর্বাসিত করেন। এখন তাকে ফিটনেস প্রমাণ করতে হবে ব্রাজিলের বিশ্বকাপের জন্য। রবিবার থেকে বল নিয়ে অনুশীলন করতে পারবেন- এটা নেইমারভক্তদের জন্য বিশাল সু-খবর।

একদিন আগে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশার খবর শুনেছিলেন ব্রাজিলের সমর্থকরা। নেইমারের দ্রুত সুস্থতার খবরটি তাদের আনন্দিত করবে নিশ্চয়ই।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৩, ২০১৮)