দ্য রিপোর্ট ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একত্রিত হয়ে সংহতি প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পে যুক্ত ৮২ জন নারী। তাদের মধ্যে ছিলেন জেন ফন্ডা, সালমা হায়েক, কেট ব্ল্যানচেট ও মারিয়ন কঁতিয়ার মতো বিখ্যাত তারকারা।

শনিবার (১২ মে) বিকালে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনে দেখা গেলো এমন মুহূর্ত। বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পে সংগ্রামরত নারীদের পক্ষে সোচ্চার কণ্ঠস্বরের ডাক দিতে সমবেত হলেন তারা।

৮২ নারী সমবেত হওয়ার পর একটি বিবৃতি পড়ে শোনান বর্ষীয়ান ফরাসি নারী নির্মাতা আনিয়েস বারদা ও এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তারা বলেন, 'নারী হিসেবে আমাদের প্রত্যেককেই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কিন্তু নিজেদের সংকল্প ও এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে আজ আমরা এই সিঁড়িতে (পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার মূল ফটকের) একসঙ্গে দাঁড়িয়েছি।'

পেছনে উদাস কেট ব্ল্যানচেটকানের ৭১ বছরের ইতিহাসে মূল প্রতিযোগিতা বিভাগে এখন পর্যন্ত ৮২ জন নারী নির্মাতার ছবি স্থান পেয়েছে। তাই লালগালিচায় সংহতি প্রকাশে ৮২ জন নারী একত্রিত হন। বিপরীতে পুরুষ নির্মাতাদের বানানো ১ হাজার ৬৪৫টি ছবি নির্বাচিত হয়েছে স্বর্ণ পামের লড়াইয়ের জন্য।

গত বছর হলিউডের নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি ফাঁসের ঘটনার পর এটাই কানের নতুন আসর। তাই এবার যৌন হয়রানি প্রতিরোধে চালু হওয়া মিটু হ্যাশট্যাগ ও টাইমস আপ আন্দোলন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আয়োজকরাও যৌন নিপীড়ন ঠেকাতে হটলাইন চালু করেছেন।

ফরাসি সৈকতে গত ৮ মে শুরু হয় কান উৎসব। এবারের উদ্বোধনী ছবি ছিল আসগর ফারহাদির 'এভরিবডি নৌস' (পেনেলোপি ক্রুজ, হাভিয়ার বারদেম)। এই মহাযজ্ঞ চলবে ১৯ মে পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৩, ২০১৮)