ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞার খুশিপুরে পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে মুছা আলম মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মে) রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মাসুদের নামে দাগনভূঞা থানায় দুটি ধর্ষণ মামলাসহ ছয়টি ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। তিনি খুশিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে ধর্ষণ মামলার আসামি মুছা আলমকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে অপর আসামিদের গ্রেফতার করতে রাত ২টায় অভিযান চালায় পুলিশ। এ সময় জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ব্রিজের কাছে পৌঁছালে মুছা আলমের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। পুলিশ সাত রাউন্ড গুলি ছুঁড়লে মুছা আলম গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই আবদুর রাহিম ও মো. ইসমাইল হোসেন এবং অপর দুইজন পুলিশ সদস্য।

নিহত মাসুদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৮)