চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাহারে অবৈধ ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে জেলা প্রশাসকের অভিযান চলছে।

রবিবার (২০ মে) সকাল সাড়ে ১০টা থেকে নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আকবর শাহ এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবায়ের আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নির্দেশনায় সকাল ১০টায় পাহারে অবৈধ ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান শুরু হয়।

পাহাড়ে তৈরি করা ঝুঁকিপূর্ণ ঘরগুলো পুরোপুরি ভেঙে দেয়া হচ্ছে। এর আগে বিদ্যুৎ, গ্যাস, পানির সব লাইন কেটে দেওয়া হয়।

আকবর শাহ এলাকায় রেলওয়ে কলোনি এলাকায় ৮-১০টি পাহাড়ে প্রায় ১৫০ ঝুঁকিপূর্ণ ঘর আছে। সব ঘর উচ্ছেদ করা হবে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২০, ২০১৮)