চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেইসঙ্গে ছয়শ’ ৩২ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. হানিফ (৩৫), কাজী মো. আব্দুল্লাহ (২৮) ও খোকন কুমার দাশ (৩২)।

রবিবার দুপুরে সদরঘাট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে আটকরা বরিশাল কলোনির মালিপাড়া ৯ নম্বর কোয়ার্টারের রাস্তার ওপর অস্ত্রসহ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ভোরে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বরিশাল কলোনি এলাকায় মাদক ব্যবসা করছিল।

পুলিশ কর্মকর্তা রউফ আরও বলেন, আটকরা মাদক ব্যবসা সুরক্ষিত করতেই সঙ্গে অস্ত্র রাখতো বলে জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২০, ২০১৮)