গাজীপুর প্রতিনিধি : পুলিশের আইজি মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, নিজের নিরাপত্তাটা নিজেকেই রাখতে হবে। তারপর আপনি আরেকজনের সাহায্য নেবেন। আপনি যদি নিরাপত্তার সাধারণ টিপসগুলো মেনে চলেন তাহলে ঈদে অনেক নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বুধবার (১৩ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঈদ উপলক্ষে স্থাপিত পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমরা যথেষ্ট তৎপর। ইতিমধ্যে বেশ কিছু গ্যাং ধরা পড়েছে। তারপরও যাত্রীদের সাবধান থাকতে হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশের (ঢাকা বিভাগীয়) ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের এসপি মো. সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন প্রমুখ।

পরে তিনি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল ও যাত্রী পরিবহনসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৩, ২০১৮)