টাঙ্গাইল প্রতিনিধি : ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) ভোর থেকে উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ থাকলেও এখনও কোনও যানজটের চিত্র দেখা যায়নি।

বিগত দিনে ঈদ যাত্রায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম ভোগান্তির অভিজ্ঞতাও রয়েছে এ সড়কে যাতায়াতরত চালক ও যাত্রীদের। কিন্তু এবার ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরেও যানজটের কোনও চিত্র দেখা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, ‘দুর্ভোগ লাঘবে সরকারের চার লেনে উন্নীতকরণ কাজ এখন অনেকটা দৃশ্যমান। গত ১২ জুন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে চার লেন ও কয়েকটি ব্রিজ খুলে দেওয়া হয়েছে। চার লেন ব্যবহার করায় যানজটের সৃষ্টি হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আগে এ সড়কে যানজট লেগেই থাকতো । কিন্তু এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।’ উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ রয়েছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৪, ২০১৮)