দ্য রিপোর্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে শুক্রবার মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’। এ সিনেমার নাম ভূমিকায় আছেন স্থানীয় সুপারস্টার জিৎ। দুই দেশের দুই তারকা এ প্রথম একসঙ্গে অভিনয় করলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

এবেলাকে জিৎ বলেন, ‘ইয়েস, অ্যাজ অ্যান অ্যাক্টর শি ইজ ভেরি ট্যালেন্টেড। দারুণ লেগেছে ওর সঙ্গে কাজ করে।’

আপনার লেগ পুলিংয়ের চোটে সেটে মিমের নাকি দিশেহারা অবস্থা হয়ে যেত? এ প্রশ্নে তিনি বলেন, ‘(হেসে) জীবনে একটু আনন্দ না থাকলে কী করে হবে? কাজের ফাঁকে যদি একটু আনন্দ করি, তাহলে ক্ষতিটা কোথায়? মিষ্টি মেয়ে মিম! ভবিষ্যতেও ওর সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।’

এর আগে টানা কয়েকটি সিনেমায় নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেন জিৎ। তাদের সর্বশেষ ছবি ‘ইনস্পেক্টর নটি কে’ সেভাবে সাফল্য পায়নি। এই কারণেই কি ‘সুলতান’-এ ফারিয়া নেই?

জিৎ বলেন, “আপনি কখনোই কোনো একজন নায়িকাকে নিয়ে পরপর ছবি করতে পারবেন না। ইন্ডাস্ট্রিতে প্রতিভার অভাব নেই। আমি সকলের সঙ্গেই কাজ করতে চাই। আসলে ‘...নটি কে’র কনটেন্টটা আমার ইমেজের সঙ্গে যায়নি। তাই দর্শক ছবিটা নেননি। ‘...নটি কে’ এখন অতীত। ওটা নিয়ে কথা বাড়াতে চাই না। এখন শুধু ‘সুলতান দ্য সেভিয়র’ নিয়ে আছি।”

শোনা যাচ্ছে, ঈদের পর আমদানি করে বাংলাদেশে ‘সুলতান’ মুক্তি দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৪, ২০১৮)