দ্য রিপোর্ট প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন দেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) দেখেন।

বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান, বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনও কারণ নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনও বিটিভি দর্শকদের কাছে সব থেকে সমাদৃত চ্যানেল। অন্য যেকোনও সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী ও দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করছে। এতে করে দর্শকদের জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বেড়েছে।

ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে কিনা, সরকারি দলের এমপি মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।’

প্রতিমাসে ৩ লাখ নতুন গ্রাহক সংযুক্তের মাধ্যমে আগামী অর্থবছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত আছে বলে প্রতিমন্ত্রী জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২১, ২০১৮)