দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় এক কিশোরী মারা গেছে। আনুমানিক ১৭ বছর বয়সী ওই কিশোরীর পরনে ছিল খয়েরি রঙের পোশাক।

বুধবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় আহত কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী রনি জানান, রাতে নারায়নগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরতর আহত হয়ে পড়েছিল মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কিশোরীর পরনে ছিল খয়েরি রঙের পোশাক।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)