চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে খুলশি থানার মতিঝরনা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত দুজন মাদক ব্যবসায়ী। একজনের বয়স ২৫ ও আরেকজনের ৩৫।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় জানাতে পারেনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিনতানুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হন। ওই দুই ব্যক্তি একটি মাইক্রোবাসে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। মাদকবাহী মাইক্রোবাসটিকে থামার সংকেত দেয় টহলরত র‍্যাব সদস্যরা। গাড়িটি না থামিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, একটি পিস্তল ও গুলি উদ্ধার করার দাবি করেছে র‍্যাব।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার পর নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে পুলিশ। তাঁদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২০, ২০১৮)