জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মীর মোশাররফ হোসেন (রাজীব মীর) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত দেড়টার দিকে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজীব মীরের সঙ্গে চেন্নাইয়ে অবস্থানরত তার বন্ধু সালেহ রনক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। রাজীব মীরের মরদেহ দেশে কবে আনা হবে তা বিকেলে জানা যাবে বলে জানান সালেহ রণক।

রাজীব মীর বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত ১৭ জুলাই রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে স্ট্রোক করেন তিনি। এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

রাজীব মীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২১, ২০১৮)