দ্য রিপোর্ট ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। গত ডিসেম্বরে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’তে। এরপর দীর্ঘদিন তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে এবার তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত একটি কাহিনীচিত্র দিয়ে আবারো অভিনয়ে ফিরছেন।

রবী ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোটগল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘নিশীথে’ কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন অপি করিম।

রওনক হাসানের চিত্রনাট্যে ও পরিচালনায় নাটকটিতে মানবিক সম্পর্কের গল্প দেখা যাবে। যেখানে স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্মের বিষয়বস্তু উঠে আসবে। এ নাটকের গল্পটা সমসাময়িক কিন্তু অতিপ্রাকৃত গল্প বলেও জানান পরিচালক।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপি বলেন, ‘আজকাল শুটিং করাই হয় না। করব কি করব না! কত ভাবনা! অতঃপর গত ডিসেম্বরে করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’তে জয়গুণ চরিত্রে। আসলে শুটিং আরাম হয় নির্মাতার কারণে।’

নাটকে অপি করিম ছাড়াও আরো অভিনয় করেছেন রওনক হাসান, নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ।

সোমবার (৬ আগস্ট, বাংলা ২২ শ্রাবণ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে বাংলাভিশনের বিশেষ আয়োজনে ‘নিশীথে’ প্রচার হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)