দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রায় সাড়ে ৭০০ সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজের প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৈঠকের নির্দেশ দিয়ে প্রধান শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসুন।’

রবিবার বিকেলে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক চলছে। বৈঠকে ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

জরুরি এই বৈঠকে শিক্ষার্থীরা এই আন্দোলনে বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৫, ২০১৮)