চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে (৩০) এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। এসময় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা গর্ন্ধব্যপুর ইউনিয়নের চিকুনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শাহরাস্তি থেকে একদল মাদক বিক্রেতা হাজীগঞ্জে এসেছে। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাত দেড়টার দিকে তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, পুলিশ সদস্য আবুল বাসার ও আনোয়ার হোসেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৯, ২০১৮)