দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।

বিএসএফের চাওলা ক্যাম্পে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হবে। মহাপরিচালক পর্যায়ে এ সীমান্ত সম্মেলন আগামী ৮ সেপ্টেম্বর শেষ হবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ দলে সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

অন্যদিকে ২০ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক শ্রী কেকে শর্মা।

বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাও থাকবেন প্রতিনিধিদলে।

সীমান্ত সম্মেলন উপলক্ষে ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)