দ্য রিপোর্ট ডেস্ক : সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অ্যালেস্টার কুক অবসর নিয়েছেন আগেই। ইংল্যান্ডের জার্সি পরে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে। এরপর শুধু টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন ইংলিশ ওপেনার। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় বললেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টটি খেলেই অবসরে যাবেন তিনি।   

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডধারী অ্যালেস্টর কুক খেলে যাবেন দেশটির ঘরোয়া লিগ অ্যাক্সেসের হয়ে। চলতি গ্রীষ্ম থেকে কুকের ফর্ম ভালো যাচ্ছে না। ভারতের বিপক্ষেও তিনি দলের চাহিদা মতো ব্যাট করতে পারেননি। আর তাই ইংল্যান্ড দলে তার জায়গা হুমকির মুখে পড়ে গেছে। সাবেক ইংলিশ অধিনায়ক তাই মনে করছেন ১৬১ টেস্টই তার থেমে যাওয়ার ভালো সময়।

সোমবার তার অবসরের ব্যাপারে অ্যালেস্টার কুক এক বিবৃতিতে বলেন, 'অনেক চিন্তা-ভাবনা করে এবং আমার ফর্ম বিবেচনা করে ভারতের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। অবশ্যই আমার জন্য এটা দুঃখের দিন। তবে আমি হাসি মুখে বলছি যে, আমি আমার সবটা দিয়ে ক্রিকেট খেলেছি। দেওয়ার মতো আমার ব্যাটিং ভান্ডারে আর কিছু নেই।

আমি যা ভেবেছিলাম ইংল্যান্ডকে আমি তার থেকেও বেশি দিতে পেরেছি। সতীর্থদের সঙ্গে আর ড্রেসিংরুম ভাগাভাগি না করা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি জানি, এটাই অবসরের সেরা সময়।'

কুক তার খেলা ১৬০ টেস্টে ইংল্যান্ডের হয়ে ১২ হাজার ২৫৪ রান করেছেন। বিখ্যাত এমসিজি গ্রাউন্ডে অ্যাসেজ সিরিজে তার একটি ডাবল সেঞ্চুরি আছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তবে ২০১৭ সালের ওই ডাবল সেঞ্চুরি বাদ দিলে তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। কুক অবসর ঘোষণার সময় তার পরামর্শক গ্রাহাম গুচকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে কুক রেকর্ড ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। টেস্টে রানের হিসেবে কুকের অবস্থান ষষ্ঠ। তিনি সচীন টেন্ডুলকার (১৫,৯২১), রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রাহুল দ্রাবিড় (১৩,২৮৮) এবং সাঙ্গাকারার (১২, ৪০০) পর টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারে ৩২টি টেস্ট সেঞ্চুরি আছে তার নামের পাশে। ভারতের বিপক্ষে আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর শেষ টেস্ট খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। ওটাই কুকের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ক্রিকেটের পাতায় লেখা থাকবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কুক

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অ্যালেস্টার কুক অবসর নিয়েছেন আগেই। ইংল্যান্ডের জার্সি পরে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে। এরপর শুধু টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন ইংলিশ ওপেনার। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় বললেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টটি খেলেই অবসরে যাবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডধারী অ্যালেস্টর কুক খেলে যাবেন দেশটির ঘরোয়া লিগ অ্যাক্সেসের হয়ে। চলতি গ্রীষ্ম থেকে কুকের ফর্ম ভালো যাচ্ছে না। ভারতের বিপক্ষেও তিনি দলের চাহিদা মতো ব্যাট করতে পারেননি। আর তাই ইংল্যান্ড দলে তার জায়গা হুমকির মুখে পড়ে গেছে। সাবেক ইংলিশ অধিনায়ক তাই মনে করছেন ১৬১ টেস্টই তার থেমে যাওয়ার ভালো সময়।

সোমবার তার অবসরের ব্যাপারে অ্যালেস্টার কুক এক বিবৃতিতে বলেন, 'অনেক চিন্তা-ভাবনা করে এবং আমার ফর্ম বিবেচনা করে ভারতের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। অবশ্যই আমার জন্য এটা দুঃখের দিন। তবে আমি হাসি মুখে বলছি যে, আমি আমার সবটা দিয়ে ক্রিকেট খেলেছি। দেওয়ার মতো আমার ব্যাটিং ভান্ডারে আর কিছু নেই।

আমি যা ভেবেছিলাম ইংল্যান্ডকে আমি তার থেকেও বেশি দিতে পেরেছি। সতীর্থদের সঙ্গে আর ড্রেসিংরুম ভাগাভাগি না করা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি জানি, এটাই অবসরের সেরা সময়।'

কুক তার খেলা ১৬০ টেস্টে ইংল্যান্ডের হয়ে ১২ হাজার ২৫৪ রান করেছেন। বিখ্যাত এমসিজি গ্রাউন্ডে অ্যাসেজ সিরিজে তার একটি ডাবল সেঞ্চুরি আছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তবে ২০১৭ সালের ওই ডাবল সেঞ্চুরি বাদ দিলে তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। কুক অবসর ঘোষণার সময় তার পরামর্শক গ্রাহাম গুচকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে কুক রেকর্ড ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। টেস্টে রানের হিসেবে কুকের অবস্থান ষষ্ঠ। তিনি সচীন টেন্ডুলকার (১৫,৯২১), রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রাহুল দ্রাবিড় (১৩,২৮৮) এবং সাঙ্গাকারার (১২, ৪০০) পর টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারে ৩২টি টেস্ট সেঞ্চুরি আছে তার নামের পাশে। ভারতের বিপক্ষে আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর শেষ টেস্ট খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। ওটাই কুকের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ক্রিকেটের পাতায় লেখা থাকবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০৩,২০১৮)