ডেস্ক: জুয়ান মার্টিন ডেল পোর্তোকে হারিয়ে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জোকোভিচ।

রবিবার (৯ সেপ্টেম্বর) ইউএস ওপেনের ফাইনালে আর্জেন্টিনার ডেল পোর্তোকে হেসেখেলে হারিয়েছেন সার্বিয়ার জোকোভিচ। ৩১ বছর বয়সী জোকোভিচ ৬-৩, ৭-৬ (৭-৪) এবং ৬-৩ গেমে জয় পেয়েছেন। গত জুলাইয়ে উইম্বেলডন জিতেছিলেন জোকোভিচ। দারুণ পারফরম্যান্সে এবার জিতলেন ইউএস ওপেন। বিশ্বের চার নম্বর খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক গ্র্যান্ড স্ল্যামজয় জয়ের কীর্তিও গড়েছেন জোকোভিচ।

গ্র্যান্ড স্ল্যাম জয়ে সেরা তিনে উঠে এসেছেন জোকোভিচ। তার ওপরে আছেন রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদাল (১৭)। ২০০৯ সালে ইউএস ওপেন জয়ের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেললেন ডেল পোর্তো। কিন্তু ২৯ বছর বয়সী ডেল পোর্তো জোকোভিচে ধরাশয়ী।

এর আগে ২০১১ এবং ২০১৫ সালে ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ এবং একাধিকবার উইম্বেলডন এবং ইউএস ওপেন জেতা অষ্টম খেলোয়াড় তিনি।

এক নজরে জোকোভিচের ১৪ গ্র্যান্ড স্ল্যাম:
অস্ট্রেলিয়ান ওপেন: ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫ এবং ২০১৬
ফ্রেঞ্চ ওপেন: ২০১৬
উইম্বেলডন: ২০১১, ২০১৪, ২০১৫ এবং ২০১৮
ইউএস ওপেন: ২০১১, ২০১৫ এবং ২০১৮

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১০, ২০১৮)