দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মামলায় গ্রেফতার দৃক গ্যালারির কর্ণধার ও খ্যাতিমান আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ সেপে্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।

শহিদুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও এহসানুল হক সমাজি। রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের পিপি আবদুল্লাহ আবু।

দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলমের আইনজীবীরা জামিনের জন্য হাইকোর্টেও গিয়েছিলেন। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে জজ আদালতেই বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন।

সে অনুযায়ী মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে শুনানি হলেও জামিন মেলেনি শহিদুলের। জামিন চাইলে এখন আবার তাদের হাইকোর্টে যেতে হবে।

গত ১২ আগস্ট রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৬ আগস্ট জামিন না মঞ্জুর করে শহিদুল আলমকে সাত দিনের রিমান্ড আদেশ দেন আদালত।

৫ আগস্ট রাতে ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে ধরে নিয়ে যায় ডিবি পরিচয়ে একদল লোক। এর পর তাকে রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)