কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে চকরিয়া উপজেলায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছেন। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বড়ইতলীর নতুন রাস্তারমাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেগুনার (ছাড়পোকা) চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার আহম্মেদ হোছাইনের ছেলে খায়ের আহমদ (৪০), চকরিয়ার হারবাং পাহাড়তলীর ছৈয়দ আলমের ছেলে আবুল কাশেম (২৭), হারবাং দক্ষিণ পাড়ার মন্জুর আহমদের ছেলে জহির আহমদ (৩১), চুনতির মোস্তাক আহমদের স্ত্রী রোকেয়া বেগম, তার মেয়ে জায়তুন নাহার, মৃত যতীন্দ্র সিকদারের মেয়ে বাসন্তী সিকদার এবং মঞ্জুর আলমের ছেলে শফিকুল কাদের তুষার (২০)।

বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নুর আলম জানান, সকালে যাত্রী নিয়ে লেগুনাটি (ছারপোকা) চকরিয়া থেকে লোহাগাড়া যাচ্ছিল। পথে বড়ইতলীর নতুন রাস্তারমাথা নামক এলাকায় কক্সবাজারমুখী স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লেগুনাচালকসহ তিন যাত্রী নিহত এবং আহত হন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়ার পথে একজন এবং উপজেলা ইউনিক হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃতু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ চকরিয়া সরকারি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অন্য আহতরা সেখানেই চিকিৎসাধী। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)