দ্য রিপোর্ট ডেস্ক : এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট অ্যান্তনিও সাকাকে মানি লন্ডারিংয়ের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) তাকে ৩০ কোটি ডলারেরও বেশি রাজস্ব দুর্নীতিতে দোষী প্রমাণিত করে এই রায় দেয় আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত মাসেই ৫৩ বছর বয়সী এই রাজনীতিবিদ দোষী স্যবস্ত হয়েছিলেন। আইনজীবীদের দাবি, সাকা নিজে ও দলের সদস্যরা এই টাকা আত্মসাত করেন। তার সাবেক দলের জন্য ৭০ লাখ ডলারও নেন।

তার কারাদণ্ডে পাঁচ বছরের রায় মানি লন্ডারিং নিয়ে এবং বাকি পাঁচ বছর ছিলো অর্থ আত্মসাতের কারণে।

এছাড়া তার সরকারের আরও ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির দায়ে তিন থেকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন সাকা। ২০১৬ সালে তার ছেলের বিয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। তার পরবর্তী প্রেসিডেন্ট মরিসিও ফুনস বর্তমানের নিকারাগুয়ায় নির্বাসনে আছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)