দ্য রিপোর্ট ডেস্ক : নেটওয়ার্ক অপারেশনের লাইসেন্স না থাকা এবং বাংলাফোনের কাছ থেকে সেবা নেয়ায় মোবাইল অপারেটর রবিকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে রবি বলছে, এর কোনও ভিত্তি নেই।

বিটিআরসি সূত্র জানিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে জুলাইতেও একবার রবিকে একই বিষয়ে জরিমানা করেছিল বিটিআরসি। তখন জরিমানা পরিশোধে অপারেটরটিকে চিঠিও দেয় কমিশন। কিন্তু সেই চিঠির পরে অপারেটরটি কোনও যোগাযোগও করেনি বলে বিটিআরসির সর্বশেষ চিঠিতে উল্লেখ করা হয়। আগের চিঠির কোনও উত্তর না দেয়ায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

জরিমানার বিষয়টি স্বীকার করে রবির জনসংযোগ কর্মকর্তা আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, পুরনো একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা বাংলাফোনের সেবা নেইনি। এ বিষয়ে কমিশনের সব চিঠির জবাবও আমরা দিয়েছি। জরিমানার বিষয়টি ভিত্তিহীন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)