ডা. মো. শাহিনুর রহমান: বর্তমানে বাংলাদেশে মানুষের অস্বাভাবিক হারে মাথার চুল পড়ে যাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত অধ্যয়ন, মানসিক পরিশ্রম, মাথাধরা, দীর্ঘকাল স্থায়ী শোথ, দুঃখ ভোগ করা, চিন্তা উৎকন্ঠা প্রভৃতি।

এছাড়া, বিশেষ একধরণের পরাঙ্গপুষ্ট কীট চুলের গোড়ায় আক্রমণ করে উহা ক্ষীণ করে দেয় এবং উহার ফলে গোছা গোছা চুল উঠে যায়। এছাড়া উপদংশ, মানসিক সংঘাত, ভয়, রোগ-ভোগ যেমন টাইফয়েড, ম্যালেরিয়া প্রাকৃতিক জ্বরে ভোগা, লিভারের গোলযোগ অপরদিকে বার্ধক্যজনিত কারণেও চুল পড়তে পারে। আবার অনেক সময় বংশগত কারণেও মাথার চুল উঠে যায়। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে চুলের অযত্ন বা বিভিন্ন ধরণের তেল ব্যবহার চুল পড়ার আর একটি কারণ।

হোমিওপ্যাথি চিকিৎসা: প্রিয় পাঠক, হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। সুতরাং হোমিও ওষুধ সেবনের সময় অবশ্যই রোগীর রোগ লক্ষণকে গুরুত্ব প্রদান করে ওষুধ সেবন করতে হবে নইলে কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে না।

চিকিৎসা: নিম্নে কয়েকটি হোমিও ওষুধ ও উহার ব্যবহারের ক্ষেত্র উল্লেখ করা হলো- Carbo Veg, Lycopodium, Acid Phos, Selenium.

বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।

লেখক

ডা. মো. শাহিনুর রহমান

ডিএইচএমএস-ঢাকা (বিএ অনার্স এমএ) জাতীয় বিম্ববিদ্যালয়

শেখ বদরুদ্দীন হোমিও চেম্বার

৪২/২ ঢালকানগর লেন, গেণ্ডারিয়া, ঢাকা-১২০৪

মোবাইল- 01711-138135