দ্য রিপোর্ট ডেস্ক : চীনে তৈরি বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের (জল ও স্থল থেকে উড্ডয়ন এবং অবতরণে সক্ষম) সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এজি৬০০’ নামের এ বিমানটি মসৃণভাবে উড্ডয়ন ও অবতরণ করে।

শনিবার (২০ অক্টোবর) এজি৬০০ এর টেস্ট ফ্লাইট সম্পন্ন হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

চীনের হুবেই প্রদেশের জিংমেনে বিমানটি আকাশ থেকে পানিতে অবতরণ করে। দেশটির রাষ্ট্রীয় ফার্ম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এ উভচর বিমান তৈরি করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে জাংহে জলাশয় থেকে এজি৬০০ উড্ডয়ন করে। এরপর আকাশে বিমানটি ১৫ মিনিট উড়ে। বিমানটির কোড নাম ‘কুলং’। চার সদস্যের একটি দল বিমানটি পরিচালনা করে।

গত মাসে ১৪৫ কিলোমিটার বেগে বিমানটি পানিতে প্রথম ‘ট্যাক্সিং’ সম্পন্ন করে। এজি৬০০ বিমানটি চারটি টার্বপ্রোপ ইঞ্জিন দিয়ে গঠিত। এর উড্ডয়ন সীমা ১২ ঘণ্টা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, নৌপথে উদ্ধার কার্যক্রম, পর্যবেক্ষণ ও অগ্নিনির্বাপণের জন্য বিমানটি ব্যবহার করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)