দ্য রিপোর্ট ডেস্ক : যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া কাতার এয়ারওয়েজের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।বিমানটিতে তিনশ’ যাত্রী ছিলেন।

কাতার এয়ারওয়েজের বিমানটি সন্ধ্যার পর তিনশ’ যাত্রী নিয়ে রওনা দেয়ার পর পেছনের দুই চাকা কাজ না করায় বাধ্য হয়ে ঢাকায় অবতরণের চেষ্টা করে। ঘণ্টাখানেক চেষ্টার পরও অবতরণে ব্যর্থ হয়।

এসময় বিমানবন্দরে রানওয়েতে ফায়ার সার্ভিস প্রস্তুত করে রাখা হয়। অবশেষে কোনোপ্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে।


(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২২,২০১৮)