দ্য রিপোর্ট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সময় বাড়ল আরও এক মাস। দেশটির সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সে দেশে অবৈধ হয়ে পড়া বিদেশিরা বর্ধিত সময়েও বৈধতার নথিপত্র নিতে পারবেন। একইভাবে চাইলে জেল-জরিমানা ছাড়াই আউট পাস নিয়ে অবৈধরা এই সময়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার সাঈদ রাকান আল রাশিদী বলেন, আমিরাতে বসবাসকারী যারা এখনও থাকার বিষয়টি বৈধ করতে পারেনি, তাদের আরও বেশি সহায়তার লক্ষ্যে চলমান ভিসা অ্যামনেস্টি প্রকল্প বা সাধারণ ক্ষমা ১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বাড়ানো হয়েছে।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান জানান, 'সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস বাড়ানোর পেছনে আমাদের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের অগ্রণী ভূমিকা রয়েছে। এতে করে যে প্রবাসীরা এখনও বৈধতা নিতে পারেননি, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন। আশা করি, বাংলাদেশিরা এক মাস সময়ের যথাযথ ব্যবহার করবেন।'

এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান বলেন, এখন পর্যন্ত ১২ হাজার পাসপোর্টের আবেদন এলেও মাত্র ৮ হাজার পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। এ অবস্থায় সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াতে অনুরোধ করা হয়। আমিরাত কর্তৃপক্ষ অনুরোধ রেখেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ৩১,২০১৮)