দ্য রিপোর্ট প্রতিবেদক: একদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এতে আইনগত বাধা নেই।

কমিশন সচিব আরও বলেন, যেসব ব্যানার, পোস্টার ব্যবহার করা হয়েছ তা আগামী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হেলালুদ্দীন আহমদ আরও জানান, রবিবার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

এদিকে, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)