সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতীয় জাল রুপিসহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে জাকির হোসেন (৩৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল।

সোমবার (২৬ নভেম্বর) রাতে ভারতীয় রুপিসহ ওই হুন্ডি ব্যবসায়ীকে বিজিবি থানায় সোপর্দ করেছে।

আটককৃত জাকির জেলার পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা (উওর) ইউনিয়নের বাকাতলা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।

বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজর আবু সা-আদাত মুহাম্মদ মঈনুল হাসান লুৎফর সাংবাদিকদের জানান, উপজেলার সীমান্তবর্তী লাকমাছাড়া এলাকা থেকে ট্যাকেরঘাট বিজিবির কোম্পানি হেডকোয়ার্টারের ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবীরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার বেলা ২টার দিকে হুন্ডি ব্যবসায়ী জাকিরকে আটক করে।

আটককালে তার দেহ তল্লাশি করে ৯৪ হাজার টাকার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)